নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগে আকবরশাহ থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়ের করেছেন নগরীর আকবরশাহ এলাকার এক বাসিন্দা। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে সাজু বেগম নামের ওই নারী মামলাটি দায়ের করেন।
আদালত সিএমপি কমিশনারকে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ৯ জন হলেন আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমান, নূর মোহাম্মদ সিপাই, সোহেল চাকমা সিপাই, এএসআই মো. সাইফ উল্লাহ, জহুরুল ইসলাম লিটন, মো. রিপন, মো. রুবেল, মো. সুমন পারভেজ ও বিপ্লব।
মামলার আরজিতে বলা হয়, চাঁদা দাবি করে না পেয়ে বাদীনীর ছেলে রাকিব হোসেনকে ধরে নিয়ে যায় লিটনের নেতৃত্বে একটি দল। তারা রাকিব হোসেনকে মারধর করেন। এরপরও টাকা দিতে অস্বীকৃতি জানালে রাকিবকে তারা পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশও থানায় নিয়ে রাকিবকে মারধর করে। একপর্যায়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একপর্যায়ে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাকিব। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে গত বছরের ২১ অক্টোবর তার মৃত্যু হয়। আদালতের বেঞ্চ সহকারী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।











