আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী বলেন, বিদেশে টিভি চ্যানেলে চলে যাওয়া দেশের বিজ্ঞাপনগুলো ফিরে এলে অবস্থার উন্নতি হবে এবং মানসম্মত নাটক নির্মাণের সুযোগ বাড়বে। দেরিতে হলেও এসব চ্যানেলের সমপ্রচার বন্ধ করে দিয়েছে সরকার। তবে বিজ্ঞাপনবিহীন খেলাধুলা, সংবাদ, কার্টুন, জিওগ্রাফির মতো চ্যানেলগুলো চালু রাখা যায়। বিনোদন বলতে আমি খেলার চ্যানেলগুলো বেশি দেখি। বাংলাদেশ সময় গভীর রাতে লা লিগা বা প্রিমিয়ার লীগের খেলা মিস করি না। সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দুর্ভাগ্যজনক যে খেলার চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। ভারতীয় সিরিয়ালের চ্যানেল ও খেলার চ্যানেলকে এক কাতারে বিবেচনা না করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, কথা হলো আমরা সব ধরনের টিভি চ্যানেল দেখারই সুযোগ চাই। আইনের মধ্যে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও সংশ্লিষ্টদের।











