বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের ১০ দিনের মাথায় অবশেষে বিচার বিভাগের পৃথক সচিবালয় স্থাপনের দীর্ঘ দিনের দাবি পূরণের বিষয়ে এ অধ্যাদেশ এল। গতকাল রোববার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, এ অধ্যাদেশের ৭ ধারা বাদে বাকি সব ধারা অবিলম্বে কার্যকর হবে। খবর বিডিনিউজের।
অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন সম্পন্ন এবং এটির কার্যক্রম পূর্ণরূপে চালু হওয়া সাপেক্ষে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ অধ্যাদেশের ধারা ৭ এর বিধানাবলি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করবে। অধ্যাদেশের ৭ ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত কাজে রাষ্ট্রপতির পক্ষে প্রয়োজনীয় সকল প্রশাসনিক দায়িত্ব পালন করবে।
এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তা বিভিন্ন ধাপ পেরিয়ে সরকারের অনুমোদন পায়। এ অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ হল।












