নগরীর চান্দগাঁওয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের দায়ে স্বামী রিদোয়ানুল হক প্রকাশ সোহেল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজুল মুনীরা এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিদোয়ান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া এলাকার মোক্তার আহাম্মদের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শানু আক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দামারহাট এলাকার মৃত আব্দুস ছাত্তারের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া আজাদীকে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রিদোয়ানুল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
আদালতসূত্র জানায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর চান্দগাঁওয়ের মোহরা এলাকায় শানু আক্তার নামের অন্তঃসত্ত্বা ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পরবর্তীতে লাশ বাথরুমের লোহার ফ্রেমের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. ইসকান্দর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজহারে উল্লেখ করা হয়, ঘটনার আড়াই বছর আগে সামাজিকভাবে তাদের বিবাহ হয়। মোহরা এলাকায় ভাড়া ঘরে থেকে দুজনই গার্মেন্টসে চাকরি করতেন। এর মধ্যে শানু অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রিদোয়ান বিভিন্ন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি শানু জেনে গেলে দুজনের সম্পর্ক অবনতি হয়। এরপর থেকে রিদোয়ান বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত শানুকে। সর্বশেষ তাকে পূর্বপরিকল্পিতভাবে খুন করে লাশ ঝুলিয়ে রাখে।
আদালতসূত্র জানায়, ঘটনায় মামলা দায়ের পরবর্তী রিদোয়ানুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এরই ধারাবহিকতায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চর্জগঠন করে বিচার শুরু করা হয়।