হাটহাজারী স্পোর্টস ক্লাব আয়োজিত ভেটারেন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব চ্যাম্পিয়ন। গত শনিবার হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ফুটবল দল ২–০ গোলে চন্দনাইশ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন রিলায়েন্স শিপিং লজিষ্টিকের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ নাছির উদ্দিন। খেলায় সর্বোচ্চ গোলদাতা হন মোহাম্মদ আরিফুল কবির ফরহাদ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ইয়াছিন। খেলা শেষে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসেন মেহেদীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য আসলাম মোরশেদ, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য কাজী মো. জসিম, মো. আলাউদ্দিন আলো, মো. জাফর, মো. জসিম উদ্দিন বাবুল, শাহিদুল আযম সাহেদ, এডভোকেট এস এম ফরহাদ চৌধুরী সেলিম, মো. রুবেল পারভেজ চৌধুরী, মো. সোহেল রানা, মো. হারুন, এম এ ছালাম, তানভীর। ধারা বর্ণনায় ছিলেন মো. নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন মো. মাসুদ, এরফানুল হক বাদল, মো. রাশেদ, এসকান্দর, জাবেদ হিমন প্রমুখ।











