যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজাদী ডেস্ক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আজ সকাল ১১ টায় ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসাথে তৎকালীন বিএনপিজামাত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচারঅনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

পূর্ববর্তী নিবন্ধপ্রদীপ-চুমকির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন
পরবর্তী নিবন্ধকোথায় কখন লোডশেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর