ভেজাল ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

প্রগতিশীল লেখক ফোরামের সভায় মাসুম চৌধুরী

| শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরামের সভায় ড. মোহাম্মদ মাসুম চৌধুরী বলেছেন, মানুষ হিসেবে আমাদেরকে মনুষত্ব্যের আন্দোলন করতে হবে। একইসাথে ভেজাল ও মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ভালো মানুষের সংখ্যা বাড়াতে হবে। প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরামের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন একটি রেস্টুরেন্টে প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা ও বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল নবী লেদুর সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটন ও সাধারণ সম্পাদক সাহেনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন চসিক ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম জমির উদ্দিন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস শুক্কুর, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মো. আউয়াল, মাজহারুল হক মীরু, শারমিন সুলতানা মৌ, জাতীয় শ্রমিক পার্টি নেতা কামাল উদ্দিন হীরা, হারুনুর রশীদ, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, মোমিনুল হক মিলন, রিপন মিয়া, মো. জামাল উদ্দিন, আনিসুল হক মুন্না, রোটারিয়ান ডা. মনির আজাদ, ওমসান গণি, নারী নেত্রী মরিয়ম কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ডে মসজিদের উন্নয়ন কাজে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধউচ্ছ্বাসের যুগপূর্তিতে খাবার বিতরণ