নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গত ২৫ ডিসেম্বর নোয়াখালীর চাটখিলের এক বিকাশ এজেন্টের একাউন্ট হ্যাক করে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
জানা গেছে, নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্ট সিম হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. সফিকুল ইসলাম বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গত রোববার তথ্যপ্রযুক্তির সাহায্যে হ্যাকারদের অবস্থান নিশ্চিত হয়ে চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে চাটখিল থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-নগরীর চান্দগাঁও এলাকার খোকন ও ইকবাল হোসেন এবং ভোলা জেলার বাসিন্দা জামাল উদ্দিন। তিনজনকে গত সোমবার আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।











