নির্যাতন চালিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না

ঈদ উপহার হস্তান্তরকালে আবুল হাশেম বক্কর

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, গুম এখন বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলে এই হাতিয়ার ব্যবহার করছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে অব্যাহতভাবে গুম করা হচ্ছে বিএনপিসহ বিভিন্ন মতের মানুষকে। মানুষের এখন জীবনের কোনো নিরাপত্তা নেই। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে।

জুলুম নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না। অচিরেই বাংলাদেশের শাসন ব্যবস্থা ও ক্ষমতার পরিবর্তন হবে।

তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ২০১০ সালে ৮ নভেম্বর গাজিপুর থেকে গুমের শিকার বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার পরিবারকে বিএনপির পক্ষ থেকে বাংলা নববর্ষের ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা কার্ডসহ ঈদ উপহার হস্তান্তরকালে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে ভয় পায়। সরকারের বিভিন্ন পর্যায়ের লোক আমেরিকার সমালোচনা করছে। আমেরিকা নাকি সরকারের পতন চায়। আমরা বলতে চাই শুধু আমেরিকার নয়, দেশের গণতন্ত্রকামী জনতাসহ পৃথিবীর সব সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে ফ্যাসিবাদের পতন চায়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, নূরউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিপিএইচ ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধচারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পেল ঈদের নতুন জামা