নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় ডেঙ্গু মশা নিধনে তরুণ যুবকদের সমন্বয়ে গতকাল শনিবার প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সাইফুলের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় মুসলিমাবাদ এলাকার বিভিন্ন স্থানে ভবনের আশপাশ, ডাস্টবিন বা ময়লা স্থানে, ছোট বড় ড্রেন ও খালের পাশাপাশি ঝোপঝাড়-জঙ্গলে মশা নিরোধক ওষুধ ছিটানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন, কাউন্সিলর প্রতিনিধি নিজাম উদ্দীন মেম্বার, সাংবাদিক এস কে সাগর।
আরও উপস্থিত ছিলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সভাপতি নুরুল আবছার ভুট্টো, সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু, দপ্তর সম্পাদক মো. মাসুদ, মো. ইসমাইল হোসেন সুমন, মো. রাজিব, আবদুল আজিজ, মো. দিহান, মো. ইফতি, মো. মনির, মো. আলিম উদ্দিন, মো.পারভেজ, মো. আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










