হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি সংগঠনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য জাগৃতির সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের হাতে তিনটি ল্যাপটপ হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বৃহস্পতিবার নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ল্যাপটপগুলো হস্তান্তর করা হয়।
এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জাগৃতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকে যে ল্যাপটপ হস্তান্তর করা হলো তা দিয়ে জাগৃতি ক্লাবের কম্পিউটার পরিচালনা প্রশিক্ষণ, গ্রাফিঙ ডিজাইন প্রশিক্ষণ প্রদান করে যুব সমাজকে দক্ষ যুব শক্তিতে রূপান্তর করতে ভূমিকা পালন করবে বলে মনে করি।
উল্লেখ্য গত ৩০ শে জুলাই জাগৃতি কর্তৃক আয়োজিত রিলায়েন্স জাগৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঘোষণা দিয়েছিলেন জাগৃতিকে কম্পিউটার প্রশিক্ষণের জন্য তিনি কিছু কম্পিউটার বা ল্যাপটপ দেবেন। হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবনেতা নাছির হায়দার বাবুল, জাগৃতির কার্যকরী সদস্য মোহাম্মদ ইসমাইল জসিম।











