একটি দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়েরকে কেন্দ্র করে সন্ত্রাসীদের উপর্যুপরি হুমকির ঘটনা ঘটেছে। সীতাকুণ্ডের সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে সংঘটিত একটি চুরির ঘটনায় মামলা দায়েরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
সূত্র জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারিস্থ সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে সম্প্রতি বড় ধরনের একটি চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ একটি চোর চক্র জাহাজে হানা দিয়ে সাড়ে ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে ৪ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সুজন দাশ নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশ মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান শুরু করলে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র ক্ষিপ্ত হয়ে উঠে। তারা সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের অফিসে চড়াও হয়ে ম্যানেজার শাহাদাতকে হুমকি-ধমকি এবং ইয়ার্ডের পণ্য ডেলিভারি বন্ধ করে দেয়। এই সময় ম্যানেজার শাহাদাত কৌশলে লোকজন ডেকে তিনজনকে আটক করে। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত মোহাম্মদ কামরুল, বাইট্যা সোহেল এবং লম্বা সোহেল নামের তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু এরপর থেকে সন্ত্রাসীদের হুমকির পরিমাণ আরো বেড়েছে বলেও সাগরিকা শিপ ইয়ার্ড কর্তৃপক্ষ অভিযোগ করেছে।
বিষয়টি নিয়ে সীতাকুণ্ড থানা পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানায়। পুলিশ বলেছে, সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে চুরির ঘটনায় মামলা হয়েছে। এতে চোরের দল ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। তবে বিষয়টি পুলিশ নজরদারিতে রেখেছে বলেও জানিয়েছে।












