প্রায় দেড় মাস বন্ধ থাকার পর পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩৬ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, গত পহেলা জুলাই, শিক্ষক-কর্মচারী সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে সরকার দাবি মেনে নিলেও কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতা অভ্যুত্থানে রূপ নেওয়ায় ও হল ভ্যাকেন্ট থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় বন্ধ ছিল ক্লাস-পরীক্ষা।
তবে শিক্ষাঙ্গনের স্থবিরতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। একে একে খুলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ তারিখ (মঙ্গলবার) থেকে ক্লাস শুরুর ঘোষণা দেয় চুয়েট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট হতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।
এছাড়াও, পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু করার জন্যও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মোস্তফা খালিদ বিন শামস বলেন, এতদিন পর ক্লাস খুলার স্বস্তি। আন্দোলনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বেশ পিছিয়ে পড়েছি আমরা। তাই, দ্রুততম সময়ে স্হগিত টার্ম ফাইনাল পরীক্ষা সম্পন্ন হবার দাবি জানাচ্ছি।











