গাছের সাথে মিনি ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

 

 

লোহাগাড়ার আধুনগরে টমেটো বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মিনিট্রাক চালকের নাম কাউছার আহমদ হৃদয় (৪০)। তিনি লক্ষীপুরের রায়পুর থানার দক্ষিণচর আবাবিল এলাকার কামাল উদ্দিনের পুত্র। অন্যজন একই এলাকার শহিদ সর্দারের পুত্র আরিফ হোসেন (৩০)

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মিনিট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মিনিট্রাক হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগতিরোধকে থেমে গেল জীবনের গতি
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে মাছ ছাড়াও পাওয়া যায় যেসব সম্পদ