বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সবুর নগরীর মেট্রোপলিটন হাসপাতালে গতকাল সোমবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বিকেল ৩টায় আনোয়ারা উপজেলার খাসকামা গ্রামের কাজী বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুম আব্দুস সবুরের মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










