বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আইনজীবী সমিতির অডিটরিয়ামে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিক আহমেদ। সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। প্রধান বক্তা ছিলেন জাতায়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বদরুল আনোয়ার, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী আবদুস সালাম মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি এম বদরুদ্দোজা বাদল, সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আবদুস সাত্তার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক, সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, আইনজীবী সমিতির এডহক কমিটির সাবেক আহ্বায়ক মকবুল কাদের চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা ফোরামের সাংগঠনিক কাঠামো ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। অতীতের ন্যায় সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












