কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে অশালীন চিঠি পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্প জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন, এমন ভুয়া খবর প্রকাশ করায় মার্কিন প্রেসিডেন্ট ওয়াল স্ট্রিট জার্নালের মূল কোম্পানি ডাউ জোনস ও এর মালিক রুপার্ট মারডকের কাছে এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন। খবর বিডিনিউজের।
ট্রাম্পের দাবি, ওই খবর তার সম্মানহানি ও মানহানির আইন লঙ্ঘন করেছে। মার্কিন বিচার বিভাগ এক বিচারককে এপস্টিন সংক্রান্ত নথি উন্মুক্ত করার আবেদন জানানোর পর ট্রাম্পের মামলার খবর এল বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার ট্রাম্প প্রয়াত জেফ্রি এপস্টিন সংক্রান্ত বাড়তি সব নথি প্রকাশের অনুমতি দিতে আদালতের কাছে আর্জি জানানো হবে বলে জানিয়েছিলেন।
এপস্টিনের গোপন ফাইল সামাল দিতে প্রশাসনের ভূমিকা নিয়ে ট্রাম্পের নিজ সমর্থকদের ভেতরে ক্ষোভ দানা বাঁধছে। এই পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, বিচার বিভাগের তদন্তে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি যেসব তথ্য বিশ্বাসযোগ্যুু বলে মনে করেন তা তার প্রকাশ করা উচিত। পাম বন্ডি এর আগে এপস্টিন ফাইল প্রকাশের আহ্বান জানালেও সমপ্রতি তার দপ্তর এপস্টিনের কোনও ক্লায়েন্ট লিস্ট থাকার প্রমাণ নেই দাবি করে রাজনৈতিক পরিমন্ডলে সমালোচনার শিকার হয়েছে।
গতবছর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার চালানোর সময় ট্রাম্প এপস্টিন ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বছর আবার বিষয়টি সামনে আসে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বিবাদের মধ্যে।
জেফ্রি এপস্টিন ফাইল ফাঁস করার হুমকি দেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জেফ্রি এপস্টিনের ফাইল প্রকাশ না করায় ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্নও তোলেন তিনি। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রভাবশালীদের রক্ষায় এপস্টিন–সম্পর্কিত কেলেঙ্কারির তথ্য গোপন রাখার অভিযোগ আছে, যা তার রাজনৈতিক ভিত্তির মধ্যেই বিভাজন সৃষ্টি করেছে। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের অনেক সমর্থক এখনও বিশ্বাস করেন, এপস্টিন–সম্পর্কিত তথ্য গোপন করে রাখা হয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য।