আনোয়ারায় উপজেলার চাতরি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক ইউপি সদস্য সাগর দত্তকে পুলিশ আটক করেছে। গতকাল দুপুরে উপজেলা সদরের ইছামতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন জানান, চাতরি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাগর দত্তকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃত সাগর দত্তের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।