চট্টগ্রামের অন্যতম ফিটনেস প্রতিষ্ঠান এক্সপোজ ফিটনেস (XPOSE FITNESS) এর আয়োজনে গত শুক্রবার অনুষ্ঠিত হলো অনুপ্রেরণামূলক আয়োজন “BEYOND LIMITS AWARD 2025”। এই আয়োজনে বাংলাদেশের গর্ব, এভারেস্টজয়ী, চিকিৎসক ও মাউন্টেনিয়ার ডা. বাবর আলীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। “BEYOND LIMITS AWARD” – নিজেকে ছাড়িয়ে যাওয়ার সাহস, মানসিক শক্তি ও অনুপ্রেরণার বার্তা নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে ডা. বাবর আলী বলেন,
“এভারেস্ট হোক বা জীবনের অন্য যেকোনো লক্ষ্য, Mind, Muscle, Money – এই তিনটি অপরিহার্য। তবে সবচেয়ে বড় শক্তি পজিটিভ মাইন্ডসেট।” ৫৮ দিনের কঠিন ও বিপজ্জনক যাত্রায় মনোবলই তাঁকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। ফিটনেস মানে শুধু শরীর নয়, মনের প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ছিল ইন্টার্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে সদস্যরা ফিটনেস, মাইন্ডসেট ও চ্যালেঞ্জ জয় নিয়ে সরাসরি প্রশ্ন করেন।
অর্ণিকা দাস–এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে সঞ্চালনায় ছিলেন এক্সপোজ ফিটনেস –এর অপারেশন হেড পুলক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এক্সপোজ ফিটনেসের উপদেষ্টা হিল্লোল দত্ত, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ডা. নিউটন ঘোষ, শিশুরোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট অনুপ চৌধুরী, এডভোকেট শুভ্র সিংহ, ফিটনেস ও নিউট্রিশন স্পেশালিস্ট রাতুল দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সপোজ ফিটনেস–এর শেয়ারহোল্ডারবৃন্দ, ট্রেইনার এবং চট্টগ্রামের ফিটনেস ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গ। এক্সপোজ ফিটনেস এই আয়োজনের মাধ্যমে আবারও তার কমিউনিটিকে মনে করিয়ে দিয়েছে “সীমা ভাঙাই হলো আসল ফিটনেস।” প্রেস বিজ্ঞপ্তি।