আমাদের ঈদ দিপংকর দাশ | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ আমাদের ঈদ মানে ঝিকিমিকি চাঁদ চাঁদের হাসিতে হাসি নিজেরা অবাধ। আমাদের ঈদ আসে নিয়ে রং তুলি ঈদগাহে নামাজের শেষে কোলাকুলি। আমাদের ঈদ করে মলিনতা দূর সবে মিলে একসাথে বাঁধি এক সুর।