চাঁদের আলো যখন হাসে
এক ফালি চাঁদ মেঘে ভাসে।
রোজার শেষে ঈদ আনন্দ
সবার ঘরে ঘরে,
মাগো এখন ঈদ উৎসব
ঢেউ খেলে অন্তরে।
ধনী গরিব এক হয়ে যাই
আহা কতো শান্তি যে পাই।
ঈদের আমেজ সবার মাঝে
হাসি খুশি রব,
দুঃখগুলো শিকেয় তুলে
উৎসব উৎসব।
লিটন কুমার চৌধুরী | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ