ব্রাদার্সের কাছে হেরে গেলো কোয়ালিটি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

শিরোপার কাছাকাছি যাওয়া মাদারবাড়ী উদয়ন সংঘের ঠিক পেছনেই ছিল কোয়ালিটি স্পোর্টস ক্লাব। সাত খেলায় উদয়ন সংঘের পয়েন্ট ছিল ১৫ এবং কোয়ালিটির ১৪। গতকাল বুধবার ৮ম রাউন্ডের খেলায় প্রথমে গোল করেও হার মেনে নেয় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে কোয়ালিটিকে পরাজিত করে। এ জয়টা ব্রাদার্সের জন্য ছিল গুরুত্বপূর্ণ। কারণ টানা তিন খেলা হেরে আবার জয়ের মুখ দেখে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স। এ জয়ে ৮ খেলা শেষে ব্রাদার্সের পয়েন্ট হয়েছে ১৫ এবং কোয়ালিটির ১৪। উদয়ন তাদের বাকি দুই খেলায় অপেক্ষাকৃত দুর্বল দল দুটির বিরুদ্ধে জিতবে এমন ধরে নিলে রানার্স আপের জন্য লড়াইয়ে থাকবে ব্রাদার্স এবং কোয়ালিটি। তাদের আরেকটি করে খেলা বাকি আছে। ব্রাদার্স খেলবে সিটি কর্পোরেশন একাদশের সাথে এবং কোয়ালিটি খেলবে কাস্টমস স্পোর্টস ক্লাবের বিপক্ষে। তাদের কাছাকাছি থাকা অপর দুই দল সিটি কর্পোরেশন এবং শতদল ৭ খেলা শেষে ১২ পয়েন্ট করে পেয়েছে। এ দল দুটো আরো দুটি করে খেলায় অংশ নেবে।
গতকালের খেলায় শুরু থেকে আধিপত্য দেখায় বিজিত কোয়ালিটি স্পোর্টস ক্লাব। শুরু থেকে আক্রমনে ছিল তারা। তবে পাল্টা আক্রমণে উঠে ব্রাদার্স ২৩ মিনিটের সময়। অধিনায়ক রাসেল মিয়া বক্সে ঢুকে যান। কিন্তু তার দুর্বল শট কোয়ালিটি কিপার নাইম মিয়া ধরে নেন। ২৬ মিনিটে খেলায় এগিয়ে যায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। বাম দিক থেকে বল পেয়ে শাকিল এগিয়ে যান। বক্সে ঢুকেই শাকিল কিপার করিমের মাথার উপর দিয়ে বল জালে জড়ান (১-০)। ব্রাদার্স রক্ষণভাগ এসময় ব্যর্থতার পরিচয় দেয়। তবে এক গোলে পিছিয়ে থাকা ব্রাদার্স খেলার ৩৬ মিনিটে চমৎকার একটা সুযোগ লাভ করে। কিন্তু হাস্যকর মিস করে তারা। তাদের হয়ে খেলতে আসা জাতীয় তারকা সাজ্জাদ ওপেন নেট মিস করেন। কোয়ালিটি কিপার নাইম মিয়া ছিলেন তার সামনে। হেড নেন তিনি। কিন্তু তার হেডের বল লক্ষ্যভেদ করতে পারেনি। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ব্রাদার্স ইউনিয়ন। এ অর্ধের শেষ দিকে কোয়ালিটির অধিনায়ক রাসেল মিয়া ঢুকে পড়েন ব্রাদার্স সীমানায়। কিন্তু বল তার পায়ে লেগে একটু দ্রুত সামনে চলে যায়। বল ধরে নেন ব্রাদার্স কিপার করিম।
দ্বিতীয়ার্ধে বেশ জমে উঠে খেলা। ব্রাদার্স খেলায় ফিরে আসার জন্য সবাই উপরে উঠে খেলতে থাকে। মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে তারা। ৫৬ মিনিটে তাদের শফিক বক্সে সুযোগ পান কিন্তু তা নষ্ট করেন। ৬৪ মিনিটে গোল শোধ করার উপলক্ষ এসে যায় ব্রাদার্সের কাছে। শফিক সেন্টার করেন কোয়ালিটির বক্সে। সেখানে বল কোয়ালিটি ডিফেন্ডার শামীম শেখের হাতে লেগে যায়। রেফারী জি এম চৌধুরী নয়ন পেনাল্টির বাঁশি বাজান ব্রাদার্সের পক্ষে। তাদের জাতীয় তারকা সাজ্জাদ পেনাল্টিতে গোল করলে ব্রাদার্স সমতায় ফেরে (১-১)। এরপর কোয়ালিটিও কয়েকবার আক্রমণে উঠে। কিন্তু তাদের সে আক্রমণ থামিয়ে দিতে সক্ষম হয় ব্রাদার্স রক্ষণভাগ। পাল্টা আক্রমণে অল আউট খেলতে থাকা ব্রাদার্সের আরাফাত থ্রু বাড়ান বক্সে নয়নের কাছে। সেখান থেকে বল ক্লিয়ার করতে যান কোয়ালিটির ডিফেন্ডার রুনি হায়দার। কিন্তু বলটি তার মাথা ছুঁইয়ে জালে ঢুকলে আত্মঘাতী গোল হয়ে যায়। পিছিয়ে পড়ে কোয়ালিটি। টানা তিন ম্যাচ হারের পর শেষ পর্যন্ত সৌভাগ্যপ্রসূত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।
গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় সাহেদ। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকার প্রাইজমানি তুলে দেন সিজেকেএস কাউন্সিলর চন্দন ধর। আজ বিকাল ৩.০০ টায় মাদারবাড়ী উদয়ন সংঘ এবং কাস্টমস এস.সি. পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদলীয় পারফরম্যান্সের উন্নতি ঘটাতে চান সোহান এই সিরিজে
পরবর্তী নিবন্ধইউক্রেনকে আরো ৬২৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র