উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হলেও সময় গড়ানোর সাথে সাথে উত্তাপ বাড়ে পটিয়া পৌর নির্বাচনে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে পটিয়া পৌরসভায় এক ওয়ার্ডে প্রাণ ঝরেছে। অন্যদিকে ভোটার সম্প্রীতি দেখেছেন অন্য ওয়ার্ডে।
মেয়র প্রার্থীদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হলেও সরকারি দলে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলর নির্বাচন নিয়ে পটিয়ায় সংঘাতের আশঙ্কা ছিল। দুপুর না হতেই তা সত্যি হয়ে গেল। দুপুর ১২টার পর পৌরসভার ৮ নং দক্ষিণ গৌবিন্দারখীল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। এতে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ভাই প্রাণ হারান। আটক হন আবদুল মান্নানসহ কাউন্সিলর প্রার্থী সরোয়ার কামাল রাজিব। পরে অবশ্য সরোয়ার কামাল রাজিব জয়ী হন।
৮ নং ওয়ার্ডে যখন গোলাগুলি চলছিল তখন ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়া আবদুল খালেক দাখিল মাদ্রাসা মহিলা ভোটকেন্দ্রে সম্প্রীতির দৃষ্টান্ত দেখালেন প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থী। দুই প্রার্থী গোফরান রানা ও এম এ আবছার ভোটকেন্দ্র এলাকায় জোহরের নামাজ আদায় করেন। পাশাপাশি ভোটকেন্দ্রের লাগোয়া মসজিদের পুকুর ঘাটে বসে দুই প্রার্থী একসঙ্গে হোটেল থেকে আনা দুপুরের খাবারও খান। নির্বাচনে গোফরান রানা পুনরায় জয়ী হন। এই দৃশ্য দেখে কয়েকজন ভোটার মন্তব্য করেন, একদিকে গোলাগুলি, অন্যদিকে গলাগলি।