৭৮৬

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

তখন ফিরিশতাগণ তাকে সাড়া দিলো এবং সে আপন নামাজের স্থানে দন্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিলো, ‘নিশ্চয়, আল্লাহ্‌্‌ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহ্‌্‌য়ার।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৯) সূরা আ-ল-ই ‘ইমরান’।

হযরত রাসূলে আকরাম (সাঃ) ফরমাইয়াছেন- বেহেশতের আটটি দরজা আছে, উহার একটির নাম রাইয়ান। রমজানের রোজাদারগণ ব্যতীত অন্য কেহই এই দরজা দিয়া প্রবেশ করিতে পারিবে না।
– আল-হাদিস (বোখারী)।

যে একা সেই ক্ষুদ্র সামান্য। যাহার ঐক্য নাই সেই তুচ্ছ।
– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনিজে সচেতন থাকার কোনো বিকল্প নেই