৭৮৬

| বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

হে ঈমানদারগণ! যখন তোমরা একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত কোন ঋণের লেনদেন করো, তখন তা লিখে নাও এবং উচিত যেন তোমাদের মধ্যে কোন লেখক ঠিক ঠিক লিখে আর লেখক যেন লিখতে অস্বীকার না করে যেমন তাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৮২) সূরা বাক্বারা।

যে ব্যক্তি কোন মুমীনের ক্ষতি করে, অথবা তাহার সহিত শঠতা করে, তবে সে ব্যক্তি অভিশাপগ্রস্ত হইবে।
– আল-হাদিস (তিরমিজী)।

ইচ্ছার সমাপ্তি ঘটলেই শান্তির যাত্রা শুরু হয়।
– উইলিয়াম শার্প।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৮৩ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী
পরবর্তী নিবন্ধনির্ভয়ে টিকা নেওয়ার ক্ষেত্রে জনগণকে আশ্বস্ত করতে হবে