৭৮৬

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

এ উপদেশ তাকেই দেয়া যায়, যে তোমাদের মধ্য থেকে আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান রাখে। এটা তোমাদের জন্য অধিকতর পরিচ্ছন্ন ও পবিত্র। আর আল্লাহ্‌্‌ জানেন এবং তোমরা জানো না।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩২) সূরা বাক্বারা।

সমস্ত মানুষই আদম সন্তান এবং আদম মৃত্তিকা হইতে সৃষ্ট হইয়াছে।
– আল-হাদিস (ছগির)।

আকাঙ্ক্ষা যার বেশী তার অভাব কোনদিন ঘুচবে না, সন্তুষ্টি কখনো আসবে না।
– বুলওয়ার্থ লিটন।

পূর্ববর্তী নিবন্ধস্ট্র্যান্ড রোডে জনদুর্ভোগের জন্য ওয়াসাকে দায়ী করলেন সুজন
পরবর্তী নিবন্ধকর্মস্থলে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে সরকারকে