৭৮৬

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:০০ পূর্বাহ্ণ

এবং আল্লাহ্‌‌ তোমাদের শপথগুলোর (এ মর্মে) নিশানা (অজুহাত) বানিয়ে নিও না যে, ‘সৎকর্ম, পরহেজগারী এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন (না) করার শপথ করে নেবে। এবং আল্লাহ্‌্‌ শ্রোতা, জ্ঞাতা।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২২৪) সূরা বাক্বারা।

দুইটি জিনিস মানুষকে বৃদ্ধ করিয়া দেন- একটি ধনদৌলতের লালসা ও অপরটি দীর্ঘজীবী হওয়ার আশা।
– আল-হাদিস (মোসলেম)।

নিজের অক্ষমতার কথা কাউকে বোঝাতে হয় না।
– সৌরভ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে একাডেমিগুলোর অনুশীলন, ঝুঁকিতে শিশুরা
পরবর্তী নিবন্ধমানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিতে হবে