৭৮৬

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

এবং (হে হাবীব!) আপনাকে (লোকেরা) জিজ্ঞাসা করছে রজঃস্রাবের বিধান। আপনি বলুন, ‘সেটা অশুচিতা, সুতরাং (তোমরা) স্ত্রীদের নিকট থেকে পৃথক থাকো রজস্রাবের দিনগুলোতে এবং তাদের নিকটে যেওনা যতক্ষণ না পবিত্র হয়ে যায়।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২২২) সূরা বাক্বারা।

যতক্ষণ পর্যন্ত মনে আনন্দ পাও, ততক্ষণ কোরান শরীফ পাঠ কর, আর যখন ভাল না লাগে তখন রাখিয়া দাও।
– আল-হাদিস (বোখারী, মোসলেম)।

অতীতকে ছোট করে দেখা যেমন উচিত নয়, তেমনি অতীতকে অতিরিক্ত মূল্য দেয়াও ক্ষতিকর। অতীত নিয়ে বড়াই স্রেফ শিশু সুলভ মানসিকতা।
– আবুল ফজল।

পূর্ববর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত ঘিরে অব্যবস্থাপনায় ক্ষোভ
পরবর্তী নিবন্ধদোষীরা যাতে শাস্তি পায় তার নিশ্চয়তা দিতে হবে