৭৮৬

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:০৭ পূর্বাহ্ণ

তোমাদের ওপর ফরয হয়েছে আল্লাহর পথে জিহাদ করা আর তা তোমাদের নিকট অপছন্দনীয় এবং সম্ভবতঃ তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয়; এবং সম্ভবতঃ কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর হয়। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।

আলকুরআনের বঙ্গানুবাদ (:২১৬) সূরা বাক্বারা।

নিশ্চয় তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম সচ্চরিত্র ব্যক্তিই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সৎজন।

আলহাদিস (বুখারী, মুসলিম)

নীতিজ্ঞান বর্জিত মানুষ পশুর সমান।

জর্জ রিচার্ড।

পূর্ববর্তী নিবন্ধ‘নিয়মতান্ত্রিকভাবেই’ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি রিপাবলিকানদের
পরবর্তী নিবন্ধপ্রকৌশলগত অদক্ষতা ও অদূরদর্শিতার পরিচয়