৭৮৬

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

যখনই তাদের সম্প্রদায় তাদের ফ্যাসাদ এর দিকে ফেরায় তখন তারা সেটার উপর কুজোঁ হয়ে পতিত হয়; অতপর যদি তারা তোমাদের নিকট থেকে চলে না যায় এবং সন্ধির গর্দান অবনত না করে আপন হাত সংবরণ না করে,
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৯১) সূরা নিসা।

হজ্ব এবং ওমরা পালনকারীগণ আল্লাহর মেহমান, যদি তাহারা তাঁহাকে ডাকেন, তবে তিনি জওয়াব দেন এবং যদি তাহারা তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করেন তবে তিনি তাহাদিগকে ক্ষমা করেন।
– আল-হাদিস (ইবনে মাজা)।

কলহপ্রিয়তা এক ধরনের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য।
– টমাস হোড।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবার ওপর জোর দিতে হবে