৭৮৬

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

এবং আমি প্রত্যেকটি সম্পত্তির জন্য উত্তরাধিকারী করে দিয়েছি- যা কিছু রেখে যায় মাতা পিতা এবং নিকটাত্মীয়গণ আর ওই সব লোক, যাদের সাথে তোমাদের অঙ্গীকার সম্পন্ন হয়েছে তাদেরকে তাদের অংশ অর্পণ করো।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৩৩) সূরা নিসা।

কিয়ামতের দিন জালিমের নেকী মজলুমকে এবং মজলুমের গুনাহ জালেমকে দেওয়া হবে।
– আল-হাদিস (আহমদ, তেবরানী)।

সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শই ক্ষণিকের হয়।
– জ্যাকব এ রিস।

পূর্ববর্তী নিবন্ধবাসিন্দাদের সতর্ক করে কিয়েভের টিভি টাওয়ারে হামলা
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে