হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি

পটিয়ায় গণশুনানি ও নাগরিক সমাবেশ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় উপজেলা ভূমি অফিস ও সনাক-টিআইবির উদ্যোগে গণশুনানী ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কেলিশহর ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম বলেন, পটিয়া উপজেলার ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
সচেতন নাগরিক কমিটি (সনাক)-পটিয়ার ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টুর সভাপতিত্বে ও ইয়েস সদস্য দিপ্ত বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, সনাকের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও সনাক সদস্য শীলা দাশ। সভায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের সমন্বয়কারী মো. জসিমউদ্দিন।
গণশুনানীতে অংশগ্রহণ করে সেবা গ্রহীতারা হয়রানির বিভিন্ন বিষয়ে সহকারী কমিশনারকে অবহিত করেন। সহকারী কমিশনার কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি এসিল্যান্ডের সাথে দেখা করে সমস্যার বিষয়ে আলোচনা করার পরামর্শ দেন। এ সময় তিনি আরো বলেন, এসিল্যান্ড অফিস সবার জন্য সবসময় উন্মুক্ত। আমার সাথে দেখা করতে জনগণের ভয়ের কিছু নেই। যে কোনো সময় যে কেউ সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন। গণ শুনানীতে অংশগ্রহণকারী ও প্রশ্নকারী সকলে সহকারি কমিশনারের (ভূমি) জবাবে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের গণ শুনানী নিয়মিত করার জন্য অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান