হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

বায়েজিদ থানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বায়েজিদ থানা মাঝিরঘোনা এলাকায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান জানান, সমাজ কল্যাণ সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পাহাড় দখল করে ভূমিদস্যুরা পাহাড়ের পাদদেশে প্লট করে ২/৩ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করেন বলে উপস্থিত স্থানীয় লোকজন অভিযোগ করেন। গতকালও একটি তদন্ত দল ওই এলাকায় গিয়ে সার্ভে করে এসেছে। ১২টি ঘর উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক মুঠোফোনে বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে সেখানে বসতি গড়ে উঠেছে। ওই এলাকায় কিছু দখলদার অবৈধভাবে পাহাড় কেটে ফেলেছে। অভিযানে গিয়ে আমরা পাহাড়খেকোদের খুঁজে পাইনি। তবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ
পরবর্তী নিবন্ধপাটনীকোঠা কৈলাস তীর্থধামে গ্রামীণ মেলা