স্যার মরিস ব্রাউন স্কুলের বার্ষিক অনুষ্ঠান

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:২০ অপরাহ্ণ

স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের (এসএমবিআইএস) পুরস্কার বিতরণী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার হল ২৪ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিলো। প্রথম পর্বে পবিত্র কুরআন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের এবং আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হাউজদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি সেরা শিক্ষার্থীকে পুরস্কৃত করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালকবৃন্দ।

বিদ্যালয় প্রধান নুজহাত নাঈম সিদ্দিকীর উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ২য় পর্বে ছিলো প্রধান আকর্ষণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ও অংশগ্রহণে ছিলো প্লে গ্রুপ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা। গান, নাচ, নাটক, ছোটো কোমলমতি শিশুদের ছড়া গান এবং এই প্রথমবারের মতো ছায়া থিয়েটারের আয়োজন হল প্রাঙ্গনকে মুখরিত করে তোলে।

অনুষ্ঠানে প্রায় দুই হাজার অভিভাবক ও অতিথিবৃন্দের সমাগম ঘটে। বিদ্যালয় প্রধানের সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধসকল পাপাচার থেকে দূরে থাকতে হবে