স্বাধীনতা তুমি

চাঁদ সুলতানা নকশী

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

স্বাধীনতা তুমি

অগ্নিঝরা ২৬ শে মার্চ,

স্বাধীনতা তুমি

বিজয়ে উদ্ভাসিত আনন্দ উল্লাস।

স্বাধীনতা তুমি

এনে দিয়েছো বাংলার মুক্তি,

স্বাধীনতা তুমি

৭ই মার্চের ভাষণ

বঙ্গবন্ধুর উক্তি।

স্বাধীনতা তুমি

শিখিয়েছো আন্দোলনের জোয়ার,

স্বাধীনতা তুমি

ডরাই না বাঙালি খুলেছো মনেরি দুয়ার।

স্বাধীনতা তুমি

যুগিয়েছো সাহস হঠাও পাকিস্তানি,

স্বাধীনতা তুমি

অনুপ্রেরণার পাথেয় বিজয় ছিনিয়ে আনি।

স্বাধীনতা তুমি

লাল সবুজের পতাকায় এনেছো বীরত্ব সম্মান,

স্বাধীনতা তুমি

বাংলার বুকে পদ্মা, মেঘনা, যমুনা বহমান।

স্বাধীনতা তুমি

স্বাধীন করেছো প্রিয় বাংলাদেশ,

স্বাধীনতা তুমি

বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে সেরা

আমারই বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধবেণীমাধব বড়ুয়া : বৌদ্ধশাস্ত্রজ্ঞ ও দার্শনিক
পরবর্তী নিবন্ধপিয়ালবনে মধ্যনিশি