স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘অসমাপ্ত চা’

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ১:৩৭ অপরাহ্ণ

জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। তার অভিনীত একক চরিত্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসমাপ্ত চা’। এবার ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা মৌসুমী আচার্য। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। জানা গেছে, একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরিখে কীভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, সাধ ও ইচ্ছাগুলো হারিয়ে যায়, নারীর কাঁধে যখন একে একে দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন তার নিচে কীভাবে চাপা পড়ে যায় ওই ছোট ছোট স্বপ্ন, সেগুলোই তুলে ধরা হয়েছে, যা বর্তমান সমাজেরই চিত্র।

পূর্ববর্তী নিবন্ধবল টেম্পারিং করে ধরা পড়লেন বোপারা
পরবর্তী নিবন্ধহাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন নিপুণ