স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৫ জুন উদযাপিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, গুলজার আহমেদ,্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, এ কে এম আব্দুল আলীম, মো. আবুল হোসেন, নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এম. লতিফ হাসান, ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্টের কোঅর্ডিনেটর মো. মোহন মিয়া, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এবং সকল শাখার ব্যবস্থাপকবৃন্দসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সরাসরি বা অনলাইন প্লাটফর্মে এই উদযাপনে অংশগ্রহণ করেন ।

ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন । তিনি ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিজীবনেও যথাযথভাবে শরিয়াহ’র পথ অনুসরন করার জন্য এসবিএল পরিবারের সকলের প্রতি আহবান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন প্রত্যাশা করেন। এছাড়াও ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনলাইন প্লাটফর্মে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনসুর আল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ খাগড়াছড়িতে সড়ক অবরোধ ডেকেছে বিএনপি
পরবর্তী নিবন্ধনারীর প্রতি বৈষম্য অবসানে সকলকে এগিয়ে আসতে হবে