সেন্টমার্টিনের সৌন্দর্য ধরে রাখতে উদ্যোগ নিয়েছে সরকার

পরিদর্শনে পর্যটন প্রতিমন্ত্রী

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গতকাল শুক্রবার সকালে সেন্টমার্টিন পরিদর্শন করেছেন। এ সময় দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। দ্বীপে ইকো-ট্যুরিজম সিস্টেম উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব স্থাপনা তৈরির পাশাপাশি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর জোর দেন মতবিনিময়ে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সেন্টমার্টিনের জনগণের সার্বিক উন্নয়নে পরিবেশে সবকিছু অক্ষুণ্ন রেখে অবকাঠামো তৈরি করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হতে হবে।
স্থানীয় প্রশাসনের উদ্দ্যোগে নবনির্মিত সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নেপালের একটি প্রতিনিধি টিমের সঙ্গে গত বৃহস্পতিবার কক্সবাজার আসেন। তারা কক্সবাজারসহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, শেয়ারিং ও পর্যটন উন্নয়নে কাজ করতে আগ্রহী। প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকা ও কক্সবাজারে কয়েকদফা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছেন। সেখানকার কর্মসূচি শেষ করে পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে গতকাল সেন্টমার্টিন পরিদর্শন করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধ৩৩৩ নম্বরে ফোন নিজের বিয়ে নিজেই বন্ধ করল রাহেনা
পরবর্তী নিবন্ধচেয়ারম্যানের স্বাক্ষর নকল করে জন্মসনদ