সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রোটারি ক্লাব কমার্শিয়াল সিটি

| রবিবার , ৯ মে, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ শিশু অধিকার বাস্তবায়ন ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’র সুবিধাবঞ্চিত ২৮ জন শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র সামগ্রীর মধ্যে ছিল-শাট, প্যান্ট ও থ্রি পিচ। গতকাল শনিবার এসব বস্ত্র সামগ্রী বিতরণ করেন রোটারি ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের চট্টগ্রাম জোন ইনচার্জ জিনাত আরা বেগম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান ইসহাক, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহীন আলম সরকার, প্রেসিডেন্ট (নমিনি) রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলম, ডাইরেক্টর রোটারিয়ান জিয়াউর রহমান, অমল বড়ুয়া, নন্দীনি দেব, মিনার মন্ডল, ফয়সাল বিন আজিম চৌধুরী, জেসমিন আক্তার ও জিনাত আরা বেগম। ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুরা অনেক কষ্টে জীবন যাপন করছে। ঈদের আনন্দ ধনী-গরীব সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে দুটি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ উদ্বোধন