সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় প্রাণ গেল আনসার সদস্যের

দেড় ঘণ্টার ব্যবধানে একই স্থানে বাস হেলপার নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বড়দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক আনসার সদস্য ও একই এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে এক বাস হেলপার নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পিকআপের ধাক্কায় মো. মাঈন উদ্দিন (৩২) নামের ওই আনসার সদস্য নিহত হন। এছাড়া রাত ৩টার দিকে একই এলাকায় লরির সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের সহকারী (৪৪) নিহত হন। ঘটনাটি গভীর রাতে ঘটায় তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। নিহত আনসার সদস্য মাঈন উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় দায়িত্বরত ওই আনসার সদস্য সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাঈন উদ্দিন নিহত হন। পিকআপটি জব্দ করা যায়নি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, আনসার সদস্য নিহতের পর বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় রাত ৩টা পর্যন্ত যানজট লেগে ছিল। দ্রুত যানজট পার হওয়ার জন্য ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস উল্টোপথে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ পরিবহন বাসের হেল্পার ঘটনাস্থলে নিহত হন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি তাদের হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহসিন কলেজের মসজিদ থেকে জামায়াত-শিবিরের জিহাদি বই উদ্ধার
পরবর্তী নিবন্ধবসতঘরে হামলা করে গরু লুট পরে উদ্ধার