সীতাকুণ্ডে তিন লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ডভ্যান জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

পাচার করার সময় সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ। কাভার্ডভ্যানটিতে আনুমানিক তিন লাখ টাকার কাঠ ছিল বলে জানান বিট কর্মকর্তারা। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এসব কাঠ জব্দ করা হয়।
ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ বলেন, নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সেগুন গোল ও রদ্দা কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধমানুষের স্বার্থেই বন্যপ্রাণীকে সুরক্ষা দিতে হবে