সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় লোহার আঘাতে মোহাম্মদ মনির (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুরের সাগর উপকূলে অবস্থিত এনবি শিপব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা বলেন, বৃহস্পতিবার সকালে এনবি শিপব্রেকিং ইয়ার্ডের ভেতরে পুরানো জাহাজ কাটিংয়ের কাজ করছিলেন মনির। কাজ করার সময় অসাবধানতাবশত স্ক্র্যাপ লোহার একটি টুকরো মনিরের মাথায় ছিটকে পড়ে। এতে মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এনবি শিপব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসারের সংকট, দ্বিগুণ দাম
পরবর্তী নিবন্ধভারতেও ওমিক্রন শনাক্ত ২ জন