সিভা শিশু উৎসব ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

শিশুদের সৃজনশীলতা, মনন ও বিকাশকে উৎসাহিত করার লক্ষে ‘চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস সিভা’ ও সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে প্রায় দুই শতাধিক শিশুদের অংশগ্রহণে ৪র্থ সিভা শিশু উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। সিভা শিশুদের সৃজনশীলতা ও জানার আগ্রহকে উৎসাহিত করতে বিগত ৫ বছর ধরে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। এ উৎসব থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও মানবিক হয়ে গড়ে উঠবে নতুন প্রজন্ম। সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ ও পরিচালক নুসরাত জাহান মিশুর আয়োজনে এতে অতিথি উপস্থিত ছিলেন এন মোহাম্মদ গ্রুপ ও বারকোড রেস্টুরেন্ট গ্রুপের পরিচালক মনজুরুল হক, র‌্যাংগস এফসি প্রপার্টিস লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন ও শিল্পী খাজা কাইয়ুম। উপস্থিত ছিলেন সিভার উপদেষ্টা শিল্পী রেজাউন নবী ও শিল্পী সোহান শাহরিন সন্ধ্যায় বিজয়ী ১৯ জন শিশু শিল্পীকে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট তুলে দেন হয়। শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে মোবাইল জিতে নেন শিশু শিল্পী প্রযুক্তা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং মুনলাইট লায়ন্স ক্লাবের চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভা