সিডিএ চেয়ারম্যানের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লী জং কিউন গতকাল সোমবার সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের সাথে চউক সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ট্রান্সপোর্টেশন মাষ্টারপ্ল্যান এবং চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ ও চউক কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প বিষয়ে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় কোরিয় প্রতিনিধি দলের কোইকার ঢাকাস্থ অফিসের সহকারী ব্যবস্থাপক, মোগেন কেং, প্রোগাম ম্যানেজার ঝিং বো চই, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তাউইন কিম, কোরিয় এঙপার্ট প্রফেসর ইলজন চাংক, ফার্স্ট সেক্রেটারী জাঙ্গইয়ুল লি উপস্থিত ছিলেন। সিডিএ চেয়ারম্যান তাঁর বক্তব্যে কোরিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে চট্টগ্রামের বিভিন্ন খাতে বিনিয়োগ বিশেষ করে যোগাযোগ, স্বাস্থ্য, আবাসন ইত্যাদি বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চউকের সচিব,প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । সভা শেষে কোরিয় রাষ্ট্রদূত এবং তাঁর প্রতিনিধি দলকে চউক সচিব মুহাম্মদ আনোয়ার পাশা ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআখতারুজ্জামান ফ্লাইওভারে ছিনতাই, গ্রেপ্তার ৪