সিজেকেএস ১ম বিভাগ হ্যান্ডবল লিগ আজ শুরু,২য় বিভাগ কাল থেকে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

সিজেকেএস ভিশন শিপিং ১ম বিভাগ হ্যান্ডবল লিগ আজ ৩ জুলাই থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগ শুরু হবে কাল থেকে। ১ম বিভাগ লিগে মোট ১৪ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দলগুলোকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ লিগ ভিত্তিতে ১ম পর্ব অনুষ্ঠিত হবে। ১ম পর্বের ৪টি গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী ৪টি দল নিয়ে সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি ফাইনালে বিজয়ী দল ফাইনালে অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ পয়েন্ট তালিকায় ৩য় স্থান অর্জনকারী দল পরবর্তী মৌসুমে প্রিমিয়ার বিভাগে উন্নীত হবে। লিগ শুরু উপলক্ষে গত শুক্রবার সিজেকেএস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ। তিনি জানান, ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ২,১১,২০০ টাকা। স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং বাজেটের সমুদয় টাকা প্রদান করবেন। আজ বিকাল ৪টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ১ম বিভাগ হ্যান্ডবল লিগের উদ্বোধন করবেন প্রধান অতিথি সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এ সময় বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ সালাহ উদ্দিন। এদিকে ২য় বিভাগ হ্যান্ডবল লিগ আগামীকাল ৪ জুলাই হতে শুরু হবে। ২য় বিভাগ লিগে মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দলগুলোকে নিম্মোক্তভাবে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ লিগ ভিত্তিতে ১ম পর্ব অনুষ্ঠিত হবে। পরে ৪টি গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী ৪টি দল নিয়ে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ পয়েন্ট তালিকায় ৩য় স্থান অর্জনকারী দল পরবর্তী মৌসুমে ১ম বিভাগে উন্নীত হবে। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ভারপ্রাপ্ত ফুটবল সম্পদক মো. আক্তারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, লুৎফুল করিম সোহেল, সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য জাহেদুল আমিন তারেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমহানগরে কোতোয়ালী, উপজেলায় ফটিকছড়ি ও পটিয়া চ্যাম্পিয়ন