সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে গতকাল রোববার। এম.এ.আজিজ স্টেডিয়াম মাঠে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান ও শওকত হোসাইন, সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এনামুল হক, আলি হাসান রাজু প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে কোয়ালিটি ব্লুজ ৫ রানে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে। টসে জিতে প্রথমে ম্যাট করতে নামা কোয়ালিটি ব্লুজ ২৭.২ ওভারে ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ২৮ রান করেন শাহাদাত। ১৪ রান করেন জিসান। আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। নোয়াপাড়া লায়ন্স ক্লাবের পক্ষে ১৫ রানে ৫টি উইকেট নিয়েছে ওবায়দুর। ৩টি উইকেট নিয়েছে সাজ্জাদ। ৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৩৯.১ ওভারে ৯৩ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আলভি ১২, আশফাক ১৪, ওবায়দুর ১১, জামসেদ ১৭ এবং সাকিব করে ১৫ রান। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। কোয়ালিটি ক্লুজের পক্ষে ১৬ রানে ৩টি উইকেট নেয় জুনায়েদ। ২টি করে উইকেট নিয়েছে নাঈম এবং ইমতিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজকে ওয়ার্নার বাংলায় বললেন ‘কেমন আছো’
পরবর্তী নিবন্ধইমরানের বিদায়ে অনিশ্চিত রমিজ রাজার ভবিষ্যৎ