সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করে আ. লীগ

পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিয়কালে রেজাউল

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:২৮ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটা মনোহরখালি পূজা উদযাপন পরিষদ ও মোগলটুলী শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে গতকাল শুক্রবার মতবিনিময় করেছেন চসিক মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, শুধু দুর্গাপূজা নয়, সকল সমপ্রদায় যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে-সেদিকে সজাগ দৃষ্টি রাখে আওয়ামী লীগ। একাত্তরের পরাজিত শক্তির দোসর ও প্রতিক্রিয়াশীলরা সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের নানা রকম অপচেষ্টা চালিয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা সেই অপশক্তির উত্থানকে প্রতিহত করতে পেরেছি। তিনি আরো বলেন, কোনো ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা দেখা গেলে আওয়ামী লীগ সরকার তা শক্ত হাতে দমন করবে। শারদীয় দুর্গোৎসবে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। সভায় আরো বক্তব্য দেন মোগলটুলী শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি জগন্নাথ সরকার, সাধারণ সম্পাদক অভিজিৎ নাথ, সিনিয়র সহ-সভাপতি শংকর দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ধর, নির্বাহী সদস্য টিটু দত্ত, অনুপম এবং পাথরঘাটা মনোহরখালি দুর্গামন্দিরের সভাপতি ক্ষুদিরাম দাশ, সাধারণ সম্পাদক সাগর দাশ, কোষাধ্যক্ষ রুহি দাশ, বিপ্লব দাশ, রাজুপদ দাশ, রবি দাশ, সত্যজিৎ দাশ, সুব্রত দাশ, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজী আবদুস সবুর
পরবর্তী নিবন্ধমোহরায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ