সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে

জেএমসেন হলে পুরস্কার বিতরণে সিএমপি কমিশনার

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, এদেশে সকল ধর্মাবলম্বীরা সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করে আসছে। একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা ধর্মের দোহায় দিয়ে অপকর্মে লিপ্ত রয়েছে তারা দেশ ও জাতির শত্রু। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেকোন অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মহানগর পূজা পরিষদ আয়োজিত জেএম সেন হল প্রধান পূজামণ্ডপে চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) সামশুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, ডিসি সদর আমির জাফর, ডিসি দক্ষিণ বিজয় বসাক। স্বাগত বক্তব্য রাখেন হিল্লোল সেন উজ্জ্বল। বক্তব্য রাখেন হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রত্নাকর দাশ টুনু, প্রকাশ দাশ অসিত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, প্রিয়তোষ ঘোষ রতন, অমিত রায় চোধুরী, শুভজিত দাশ, অসীম কুমার দে, রাজন দাশ, অমিত ঘোষ, সবুজ দাশ প্রমুখ। অতিথিবৃন্দ চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনে নগর পূজা পরিষদের ৬ টিম : চট্টগ্রাম মহানগর পূজা পরিষদ আয়োজিত নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে গতকাল মঙ্গলবার পরিদর্শন করেন র‌্যাব-৭ এর সিও ল্যাফটেনেন্ট কর্নেল এম.এ ইউসুফ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, অ্যাড. চন্দন তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রত্নাকর দাশ টুনু, প্রদীপ শীল, মিথুন মল্লিক, অ্যাড. নিখিল নাথ, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অ্যাড. টিপু শীল জয়দেব, রাধা রানী দেবী, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, অমিত ঘোষ, সবুজ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে ৬ হাজার ইয়াবসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধমহেশখালসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে : মেয়র