সাদার্ন ইউনিভার্সিটিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে নবীনবরণ

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে ফল-২০২০ ও স্প্রিং সেমিস্টার-২০২১ এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামানের সভাপতিত্বে অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক। অনলাইনে আরও যুক্ত ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রকৌশলী মোজ্জাম্মেল হক বলেন, তোমরা যারা উচ্চ শিক্ষার জন্য সাদার্নকে বেছে নিয়েছো সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার মান নির্ভর করে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। ভালো শিক্ষক, শিক্ষা উপকরণ এবং শিক্ষার পরিবেশ- এ তিনটির সবগুলোই সাদার্ন ইউনিভার্সিটিতে আছে। অধ্যাপক সরওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও চর্চার অনেক বড় প্লাটফর্ম। এখানে যারা মেধার পরিচর্যা করবে তারাই এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়ম কানুনসহ একাডেমিক দিকনির্দেশনা প্রদান করেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জমির উদ্দিন। নবীন শিক্ষার্থীরা ব্যক্ত করেন তাদের অনুভূতি এবং প্রবীণরা বর্ণনা করেন তাদের অভিজ্ঞতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের জরুরি সভা
পরবর্তী নিবন্ধহতদরিদ্র কোন পরিবার সরকারি ত্রাণ সহায়তার বাইরে থাকবেনা