সাতকানিয়ায় সাজাপ্রাপ্তসহ ৯ আসামি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

 

সাতকানিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। জানা যায়, থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত, এসআই মো. আমির হোসেন, আবদুর রহিম, প্রবীণ দেব, একরামুজ্জামান, এএসআই আল আমিন, মো. নুরুন্নবী, মো. মজিবুর রহমান ও ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ উপজেলার এওচিয়ার দেউদীঘি, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা, উত্তর ঢেমশা দীঘির পাড়, বাজালিয়ার বড়দুয়ারা, উত্তর বাজালিয়া, পশ্চিম গাটিয়াডেঙ্গা, দক্ষিন ঢেমশা আশেকর পাড়া ও খাগরিয়ার মাইজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৯ আসামীকে গ্রেপ্তার করেছে। পুলিশের দেয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা হলো এওচিয়ার দেওদীঘি, ফজর বর বাড়ির এজাহার মিয়ার পুত্র ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. শহীদুল ইসলাম প্রকাশ শহীদ (৪২), সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা শরীফ পাড়ার মৃত কাদের বক্সর পুত্র রেজাউল করিম (৩৪), ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা দীঘির পাড়ের জাফর আহমদ মাস্টারের পুত্র মো. জাবেদ (৩৮), দক্ষিন ঢেমশা আশেকর পাড়ার মৃত সৈয়দুর রহমানের পুত্র মো. আনু মিয়া (৩৮), বাজালিয়ার বড়দুয়ারা চেইনতলার মৃত আবদুস সোবাহানের পুত্র আী আহমদ (৫৫), উত্তর বাজালিয়ার মৃত আহমদ কবির প্রকাশ এতিম আলীর পুত্র মো. সেলিম (৪৫), পশ্চিম গাটিয়াডেঙ্গার আহমদ মিয়ার পুত্র মো. আবু তাহের (৫৫), এওচিয়ার মাহাবুর রহমানের পুত্র অআবু বক্কর (৪৮) ও খাগরিয়ার মাইজ পাড়ার মৃত কবির আহমদের পুত্র নুরুল আলম (৩৫)

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শহীদ ৩ বছরের ও রেজাউল করিম ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও অন্যান্যদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল শনিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে তালেবান হত্যা নিয়ে মন্তব্য, সমালোচনায় প্রিন্স হ্যারি
পরবর্তী নিবন্ধকুসুমপুরায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেল হাজারো রোগী